ডিজিটাল, টেকসই পরিবশে বান্ধব, সাশ্রয়ী ও আরামদায়ক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিআরটিএ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জুলাই/২০১৮ হতে নভেম্বর/২০২০ পর্য ন্ত সময়ে বিআরটিএ, চাঁপইনবাবগঞ্জ সর্কেল, চাঁপইনবাবগঞ্জ কর্তৃক ১০ হাজার ১৭৩ টি মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু, ২ হাজার ২শত ৫১ টি মোটরযানের ফিটনেস সার্টিফিকেট ইস্যু/নবায়ন ও শিক্ষনবীশ লাইসেন্স১৭ হাজার ১৫০ টি এবং ৯হাজার ৯১৭ টি ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হয়েছে। এছাড়া ১২ হাজার ৩৩৬ টি মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট ও রেডিও ফ্রিক্যুয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন করা হয়েছে। মোটরযান সংক্রান্ত বিভিন্ন সার্ভিস প্রদানের মাধ্যমে মোট ১০ কোটি৬১ লক্ষ ৬৬ হাজার ৫২ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। সড়ক নিরাপত্তা জোরদারকরণের উদ্দেশ্যে ৭০৭জন পেশাদার মোটরযান চালককে সড়ক নিরাপত্তা বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ে গণসচেতনতামূলক 3টি সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক নিরাপত্তা ও গণসচেতনতামূলকে ১৭ হাজার ৯৩২ টি স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়েছে। ক্রুটিপূর্ণ এবং ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযানের বিরুদ্ধে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দের মাধ্যমে ১৭৫ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৫৪৩ টি মামলা রুজ্জু করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS