Wellcome to National Portal
Main Comtent Skiped

Present Working

 জুলাই/২০১৮ হতে নভেম্বর/২০২০ পর্যন্ত সময়ে ১০ হাজার ৯০৮ টি মোটরযানের রেজিস্ট্রেশন ও ১০হাজার ১৭৩টি ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান, ২হাজার ২শত ৫১টি মোটরযানের ফিটনেস সার্টিফিকেট প্রদান,৯হাজার ৯১৭টি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন ও শিক্ষনবীশ লাইসেন্স ১৭হাজার ১৫০ টি  এবং ১২ হাজার ৩৩৬ টি গাড়িতে রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন, ১৭ হাজার ৯৩২ টি স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়।১০ কোটি ৬১ লক্ষ ৬৬ হাজার ৫২ টাকার মোটরযান কর ও ফি আদায়,  জন ৭০৭ জন পেশাদার মোটরযান চালককে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান, ১৭৫ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫৪৩টি মামলা রুজু করা হয়েছে।